193
আগরতলা : নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এর প্রভাব পড়ছে মানব জীবনে। ক্রমাগত বৃক্ষ ছেদনের ফলে পরিবেশের উপর প্রভাব পড়ছে ।তাই পরিবেশ রক্ষায় বার্তায় এবং আগামী প্রজন্মকে নতুন পৃথিবী উপহার দেওয়ার আহবানে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা বাধারঘাট মন্ডল। রবিবার যুব মোর্চার উদ্যোগে হয় বৃক্ষ রোপন কর্মসূচি। এদিন ক্যাম্পেরবাজার দয়াময় আশ্রম সংলগ্ন এলাকায় হয় বৃক্ষরোপণ। উপস্থিত ছিলেন বাধারঘাটের বিধায়িকা মিনা রানী সরকার, বিজেপি বাধারঘাট মন্ডল সভাপতি কেশব দত্ত, , যুব মোর্চার বাধারঘাট মন্ডল সভাপতি দেবব্রত বিশ্বাস সহ অন্যরা।এদিন অতিথিরা সেখানে বিভিন্ন চারা গাছ রোপন করেন। যুব মোর্চাব কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।