আগরতলা : নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় আন্দোলনে নামছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি জানান ২১ মে রাজ্যের মুখ্য সচিবের কাছে কংগ্রেসের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেবে। এর পরে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে কংগ্রেস ও আদিবাসী কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনে এসে কংগ্রেসে যোগ দেন তিপ্রা মথার বিভিন্ন স্তরের কয়েকজন নেতৃত্ব। তাদের স্বাগত জানান বিধায়ক সুদীপ রায় বর্মণ,প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ আদিবাসী কংগ্রেসের নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে বিধায়ক সুদীপ বাবু অভিযোগ করেন, কেন্দ্র ও যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে তারা সিএএ কার্যকরী করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভোটে জয়ী হওয়ার উপক্রম বলে মনে করে কংগ্রেস।তিনি বলেন, খুব কায়দা করে বলা হচ্ছে যেসব রাজ্যের যেখানে ষষ্ঠ তপশীল মোতাবেক স্ব-শাসিত জেলা পরিষদ রয়েছে সেখানে সি এ এ লাগু হবে না। এ প্রসঙ্গে তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণের সামাজিক মাধ্যমে একটি পোস্ট নিয়ে এর সমালোচনা করেন সুদীপ বাবু। তিনি বলেন, সিএএর বিরোধী কংগ্রেস।
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় কংগ্রেস ময়দানে নামবে
177
previous post