আগরতলা : ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুন কাণ্ডে অভিযুক্ত চারজনকে সোমবার আদালতে তোলা হয়। এদিন পুলিসের তরফে আদালতে উমা সরকারের তিন দিনের ও আকাশ করের ছয় দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত সানি সাহা ও বীর চক্র ঘোষকে জেল হাজতে পাঠানোর আবেদন জানিয়ে আদালতে তোলা হয়েছে এদিন পুলিসের তরফে।একথা জানান সরকার পক্ষের আইনজীবী শংকর লোধ। সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি জানান ঘটনায় সব অভিযুক্তরা ধরা পড়বে অচিরেই।এদিকে এই মামলায় এখন পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে একজন অভিযুক্তকে রবিবার কলকাতার রায়গঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত রাকেশ বর্মণকে সোমবার বিকেলে আগরতলায় নিয়ে আসা হয় ট্রানজিট রিমান্ডে।সোমবার বিকেলে এমবিবি বিমানবন্দর থেকে বাইরে নিয়ে আসার পরে অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন জনতা। তড়িঘড়ি পুলিস কড়া পাহারায় তাকে গাড়িতে তুলে নিয়ে আসেন।
ভিকি খুনে অভিযুক্ত রাকেশকে আগরতলায় আনা হল
301
previous post