ত্রিপুরা আগরতলা : ৪ দফা দাবিতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা এসোসিয়েশন। শুক্রনার মজদুর মনিটরিং সেল অনুমোদিত এই সংগঠন ডেপুটেশন দেয়। এদিন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকা এসোসিয়েশনের সদস্যারা জড়ো হন উজান অভয়নগর দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে। সেখান থেকে এক প্রতিনিধি দল অধিকর্তার অনুপস্থিতিতে উপ-অধিকর্তার কাছে ডেপুটেশন দেন।প্রতিনিধি দলের নেত্রিত্বে ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী মঞ্জুলা চক্রবর্তী সহ অন্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে সম্প্রতি উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে অতিসত্বর অঙ্গনওয়াড়ি কর্মী ও হেলপারদের গ্র্যাচুইটি দেওয়ার।এছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে বিভিন্ন প্রজেক্টের বকেয়া এসএনপি অবিলম্বে দেওয়া, অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে চালের ড্রাম ও অন্যান্য কন্টেইনার দেওয়ার।
৪ দফা দাবিতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে স্মারকলিপি
165
previous post