ত্রিপুরা আগরতলা : প্রতিবছরের মতো এবারো স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় সদবা মহিলারা সিঁদুর খেলায় মাতলেন অম্বুবাচি উপল ক্ষে। শনিবার রাজধানীর লক্ষ্মি নারায়ণ বাড়িতে সকাল থেকেই মহিলারা ভিড় করেন। মহিলারা একে অপরকে সিঁদুর দিয়ে আনন্দে মেতে উঠেন। হিন্দুদের অন্যতম পার্বণ অম্বুবাচি। ধরিত্রী মা ঋতুময়ী হয় পৃথিবীর দক্ষিণায়ন শুরুর প্রথম তিন দিন। আর তখনই অন্যতম পার্বণ অম্বুবাচি পালিত হয় এই তিন দিন। অম্বুবাচী উপলক্ষে শনিবার আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে মহিলাদের মধ্যে চলে সিঁদুর খেলা। শহরের বিভিন্ন জায়গা থেকে মহিলারা মন্দিরে যান। এক অপরকে সিদুরে রাঙিয়ে দেন। মহিলারা জানান স্বামী, পরিবার, সমাজের মঙ্গল কামনায় তারা সিঁদুর খেলেন।অম্বুবাচির তিনদিনই চলবে রাজধানীর শতবর্ষ প্রাচীন লক্ষীনারায়ন বাড়ী মন্দিরে মহিলাদের মধ্যে সিঁদুর খেলা।এদিকে অম্বুবাচি উপলক্ষে লক্ষ্মিনারায়ণ বাড়ির সামনে বসেছে মেলা। বিভিন্ন জায়গা থেকে দোকানীরা রকমারি পসরা নিয়ে মেলায় বসেছেন। প্রতিদিন বেশ জমাজমাট হবে মেলা। ভিড় হয় প্রচুর লোকজনের।
রাজধানীর লক্ষ্মিনারায়ণ বাড়িতে মহিলাদের সিঁদুর খেলা
192
previous post