224
ত্রিপুরা আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সি ডিভিশনে দিনের প্রথম ম্যাচ ড্র হয়। বুধবার রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় দিনের প্রথম ম্যাচে এ-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় কেশব সংঘ ও আনন্দ ভবন ক্লাব। ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল।দিনের দ্বিতীয় ম্যাচে বি-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় সবুজ সংঘ ও সরোজ সংঘ। সবুজ সংঘ-কে গোলের বন্যায় ভাসিয়ে ১৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে লিগে জয়ের হ্যাট্রিক করে নেয় সরোজ সংঘ। এদিনের ম্যাচে সরোজ সংঘের হয়ে হ্যাট্রিক করে জয়কিষান দেববর্মা। এছাড়াও দলের হয়ে জোড়া গোল করে মনোজিৎ সিং বড়ুয়া, বিপ্টু এিপুরা, সাগর হালাম, প্রীতম সরকার।