ত্রিপুরা আগরতলা : অবৈধভাবে দালালের মাধ্যমে ত্রিপুরায় ঢুকে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার পথে ফের আটক বাংলাদেশী নাগরিক।ধৃত চারজনই মহিলা। গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় এক দালালকে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযোগ অবৈধ ভাবে বাংলাদেশ থেকে লোকজন দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করছে। কাজের কথা বলে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ ঘটিয়ে তাদের বিভিন্ন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আগরতলা রেল স্টেশনে ধরাও পড়ছে প্রায়শই অবৈধ অনুপ্রবেশকারীরা। তারা রেল পথে ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। প্রায় প্রতিদিন আগরতলা রেল স্টেশনে ধরা পড়ছে বাংলাদেশী নাগরিক। মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে চার জন বাংলাদেশী মহিলা সহ একজন ভারতীয় দালালকে আটক করে আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান ধৃত চার জন্য বাংলাদেশী মহিলার মধ্যে দুইজন পুনে ও দুই জন আমেদাবাদ যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে। ধৃত ভারতীয় দালালের নাম মহম্মদ কাসেম মিয়া। তাঁর বাড়ি সিপাহীজলা জেলায়। বাংলাদেশী নাগরিকদের যাতায়াতে দালালের কাজ করে এই ভারতীয় ব্যক্তি।
ফের আটক চার বাংলাদেশী সহ ৫ জন
169
previous post