213
ত্রিপুরা আগরতলা : সম্প্রতি যুব আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক হয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সংগঠনের সভাপতি বিকাশ দেববর্মা ও সম্পাদক ময়না সিং জমাতিয়া।সভাপতি জানান মানুষের মধ্যে নিজেদের দাবি স্বপক্ষে সচেতনতার বার্তা দিতে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে ইয়ুথ আইপিএফটি। জুলাইয়ের আট তারিখ থেকে শুরু হবে তাদের লং মার্চ। উত্তর জেলার কাঞ্চনপুর থেকে যুব আইপিএফটি তিপ্রাল্যান্ড স্টেট হুড দাবির সমর্থনে সচেতনতা গড়ে তুলতে লং মার্চ করবে।আট জুলাই কাঞ্চনপুর থেকে শুরু হবে তাদের লং মার্চ। তা এসে শেষ হবে এডিসি সদর খুমুলুং=এ। প্রতিবছর ২৩ আগস্ট স্টেট হুড দাবি দিবস পালন করে থাকে আই পি এফ টি।