আগরতলা : আদিবাসীদের উন্নয়নে, তাদের অধিকার সুরক্ষিত করতে এই রাজ্যে জনজাতি মানুষের বিভিন্ন দাবি নিয়ে প্রয়াত যদু মোহন ত্রিপুরা যেভাবে কাজ করে গেছেন, উনার নিরলস শ্রম আজো স্মরণ করে কংগ্রেস। প্রয়াত কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক যদু মোহন ত্রিপুরার মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে এক্তঘা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস ক্লুমার সাহা। ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের প্রাক্তন ই এম ছিলেন যদু মোহন ত্রিপুরা। ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও আদিবাসী কংগ্রেসের চেয়ারপার্সন। উনার ১৫ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয় কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বাপটু চক্রবর্ত্তী সহ অন্যরা। আশীষ বাবু এদিন বলেন রাজ্য আদিবাসী কংগ্রেস আজো উনার প্রাসঙ্গিকতা অনুভব করে।৯ আগস্ট আদিবাসী মহা সভা হবে আগরতলায়। উনার অনুসৃত পথে আদিবাসী কংগ্রেস আগামী দিন পথ চলা শুরু করবে।
এডিসির প্রাক্তন কার্যনির্বাহী সদস্য যদু মোহন ত্রিপুরাকে শ্রদ্ধা জানালো প্রদেশ কংগ্রেস
176
previous post