ত্রিপুরা আগরতলা : ফের অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এক বাংলাদেশী যুবককে আটক করে জিআরপি। তাকে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় যুবককেও আটক করা হয়েছে। অবৈধভাবে ভারতে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত।ফের আগরতলা সরকারি রেল পুলিসের হাতে আটক এক বাংলাদেশী নাগরিক। গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে জি আই পি ও আর পি এফ উত পেতে বসে থাকে।তখনই আগরতলা জিআরপি থানার পুলিশ একজন বাংলাদেশী নাগরিককে আটক করে। তাঁর নাম রিঙ্কু দাস। বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তাকে সাহায্যকারী একজন ভারতীয় যুবককেও আটক করা হয়েছে। ধৃত ভারতীয় নাগরিকের নাম রয়্যাল দাস। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। বুধবার পুলিস রিমান্ড চেয়ে দুইজনকে আদালতে সোপর্দ করা হয়।একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস।
ফের রেল স্টেশনে এক বাংলাদেশী যুবক আটক
58
previous post