ত্রিপুরা আগরতলা : সি ডিভিশনে ইতিহাস গড়ল সরোজ সংঘ। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় ৭ ম্যাচে টানা জয়ী হয়ে ইতিহাস গড়লো সরোজ সংঘ। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বি-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় উমাকান্ত কোচিং সেন্টার ও সরোজ সংঘ।যদিও উভয় দলের কাছে এদিনের ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার। কারণ লিগে বি-গ্রুপের লড়াই থেকে টানা ৬ ম্যাচ জয় তুলে নিয়ে প্রথমেই ফাইনালে জায়গা করে নিয়োছিলো সরোজ সংঘ। অন্যদিকে ৬ ম্যাচে ৩ টি জয় নিয়ে আসর থেকে ছিটকে গিয়েছিলো উমাকান্ত কোচিং সেন্টার। কিন্তু নিজেদের শেষ ম্যাচেও উমাকান্ত কোচিং সেন্টারকে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগ শেষ করলো সরোজ সংঘ। ম্যাচে সরোজ সংঘের হয়ে গোল চারটি করেন খেলার ৭ ও ৩৯ মিনিটে বিপটোর জমাতিয়া, ৬২ মিনিটে বিকন চাকমা ও ৮০ মিনিটে প্রীতম সরকার। বুধবার বি-গ্রুপের লিগ পর্ব শেষ হলো সরোজ সংঘ ও উমাকান্ত কোচিং সেন্টার এর ম্যাচটির মধ্যদিয়ে।অন্যদিকে এ-গ্রুপের লড়াইয়ে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় কেশব সংঘ ও ইয়ুথ ক্লাব। বি-গ্রুপের মতো এ-গ্রুপের ম্যাচটি ছিলো উভয় দলের কাছে নিয়ম রক্ষার।এই ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে ইয়ুথ ক্লাবকে পরাজিত করে কেশব সংঘ।
সি-ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় ৭ ম্যাচে টানা জয়ী হয়ে ইতিহাস গড়লো সরোজ সংঘ
291
previous post