ত্রিপুরা আগরতলা : নির্বাচন চলছে গ্রামীণ এলাকায়। বর্তমানে গ্রামের পাশাপাশি শহর এলাকায়ও ভাঙছে বিরোধী শিবির। বুধবার রাজ্যের প্রধান বিরোধী দলে ভাঙন টাঊন বড়দোয়ালি বিধানসভা এলাকায়। এদিন ভারতীয় জনতা পার্টি টাঊন বড়দোয়ালি মণ্ডল অফিসে হয় যোগদান সভা। ২০ নং ওয়ার্ডের ১৭ নম্বর বুথের ১২ পরিবারের ২৪ জন ভোটার সিপিএম ছেড়ে যোগ দেয় বিজেপিতে। তাদের স্বাগত জানান মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, পুর নিগমের ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, বিজেপি নেতা নারায়ণ দত্ত, ওয়ার্ড সভাপতি সুধাংশু দত্ত,বুথ সভাপতি শান্তি নাগ সহ অন্যরা। তারা বলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে সরকারের উন্নয়ন মূলক কাজে খুশি হয়ে এই পরিবার গুলি বিজেপিতে যোগ দিয়েছে। মণ্ডল সভাপতি এদিন বলেন, আগামী দিনে বিজেপির যাতে শ্রীবৃদ্ধি হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করা হবে।
বিজেপিতে যোগ দিল ১২ পরিবার সিপিআইএম ছেড়ে
82