আগরতলা : এক যুবতীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য।মৃত যুবতীর পরিবারের অভিযোগ এটি খুন।ঘটনা আমতলি থানার অন্তর্গত হাঁপানিয়া এলাকায়। মৃত যুবতীর নাম রুপালী দেবনাথ।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে। জানা গেছে হাঁপানিয়া এলাকার এক বেসরকারি সংস্থায় কাজ করতেন রুপালী দেবনাথ নামে এক যুবতী। কাজের সুবাদে অফিসের একটি ঘরে সে থাকত। রুপালী দেবনাথের এক আত্মীয় জানান বৃহস্পতিবার বিকাল পর্যন্ত রুপালী তাদের বাড়িতে ছিল। সন্ধ্যার প্রাক মুহূর্তে সে অফিসের ঘরে চলে যায় বান্ধবিদের সাথে পূজা দেখতে যাবে বলে। ঘরে যাওয়ার কিছু সময় বাদে এক যুবক উনাদের ফোন করে জানায় রুপালী আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর পেয়ে উনারা হাসপাতালে ছুটে যান। হাসপাতালে গিয়ে রুপালির মৃতদেহ দেখতে পান। তিনি আরও জানান রূপালির হাতে শাখা পড়া ছিল। ঐ যুবক দাবি করেছে সে রূপালিকে বিয়ে করেছে। কিন্তু বাস্তবে রুপালী বিবাহিত ছিল না। তাদের সন্দেহ পরিকল্পনা করে এই যুবক রূপালিকে হত্যা করেছে। মামলা নিয়ে আমতলী থানার পুলিস ঘটনার তদন্ত করছে।
হাঁপানিয়া এলাকায় এক যুবতীর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
72