211
আগরতলা : মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের হাত ধরে ত্রিপুরায় যে আধুনিকতার ছোঁয়া লেগেছে সে কারণে রাজ্যবাসী আজো উনাকে মনে রেখেছেন। রাজ্যের শান্তি সম্প্রীতি , জাতি উপজাতির মেলবন্ধনে উনার রাজত্বকাল বর্তমানেও প্রাসঙ্গিক। মহারাজা বীর বিক্রমের জন্ম জয়ন্তীতে একথা বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সোমবার সকালে প্রদেশ কংগ্রেস ভবনে হয় ১১৬ তম জন্ম জয়ন্তী উদযাপন। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, উপজাতি নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যরা। তারা মহারাজার প্রতি শ্রদ্ধা জানান।প্রতি বছর মহারাজাকে জন্মদিনে স্মরণ করে প্রদেশ কংগ্রেস।