আগরতলা : আগেও পৃথিবীতে যুদ্ধ হয়েছে। কিন্তু তার ব্যাপকতা তেমন ভাবে ছিল না। দ্বিতীয় ও তৃতীয় বিশ্ব যুদ্ধের কথা তুলে ধরে তিনি বলেন যুদ্ধ নয়, শান্তি চাই এই কথা বললে শুধু হবে না। যুদ্ধ কেন শুরু হয়েছে, সেটা জানতে হবে। পুঁজিবাদ ধ্বংস করতে হবে। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদকে ধ্বংস করতে হবে। এই বিষয়টি বেশি করে সকলকে অনুধাবন করতে হবে। শোষণ মুক্ত একটা সুন্দর সমাজ ব্যবস্থা করতে হবে। রবিবার অফিস লেন সি আই টি ইউ অফিসে হয় আলোচনা সভায় একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন ডাব্লিউ এফ টি ইউ, এ আই পি এস ইউ-র তরফে হয় আলোচনা সভা। প্যালেস্তাইনে গনহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে রবিবার সিআইটিইউ রাজ্য দপ্তরের এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে , শ্রমিক নেতা শঙ্কর প্রসাদ দত্ত, অধ্যাপক ডঃ দেবব্রত গোস্বামী সহ অন্যান্যরা। আলোচনায় বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। যুদ্ধবাজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং শান্তির বার্তায় এদিনের আলোচনা সভা হয়।
প্যালেস্তাইনে গণহত্যা বন্ধ করার আহ্বান
124