আগরতলা : মন্ত্রিসভার সদস্যদের উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বন্যার্তদের জন্য ৫৬৪ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। যা কিনা সম্পূর্ণ ভাবে বেআইনি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি বলেন, ৪ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশনের দিন দিল্লি যান মুখ্যমন্ত্রী। ৫ তারিখ রাজ্যে ফিরে এসে অধিবেশনে যোগ দেন। ৬ তারিখও অধিবেশনে ছিলেন মুখ্যমন্ত্রী। এই সময়ে কোন মন্ত্রীসভার বৈঠক হয়নি। এই অবস্থায় মন্ত্রীসভার বৈঠক ছাড়া মুখ্যমন্ত্রী কি করে ৫৬৪ কোটি টাকার ঘোষণা দিলেন? তিনি মন্ত্রীসভার অন্য সদস্যদের কাছে অনুরোধ রাখেন মুখ্যমন্ত্রীর কাছে এক যোগে গিয়ে কৈফিয়ত তলব করা কেন মন্ত্রীসভাকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হল? পাশাপাশি সুদীপ বাবু জানান ধলাই জিলা সভাধিপতি ও সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তিনি দাবি জানান দুইজনের ইস্তফার। এদিকে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, সর্বভারতীয় কংগ্রেস কমিটি বিভিন্ন রাজ্যের সেক্রেটারি ইনচার্জ পরিবর্তন করেছেন। রাজ্যের সেক্রেটারি ইনচার্জ জারিতা লাইটফ্লাং এর স্থালাভিশিক্ত হয়েছেন তামিলনাড়ুর কংগ্রেসের এক নেতা। মঙ্গলবার তিনি রাজ্যে এসেছেন। আগামী দুই দিন ত্রিপুরায় অবস্থান করবেন। কংগ্রেস ও বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করবেন। বন্যা কবলিত মানুষের অবস্থা সম্পর্কে অবগত হবেন। পরে দিল্লি গিয়ে সমস্ত রিপোর্ট পেশ করবেন।
মন্ত্রিসভার সদস্যদের উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বন্যার্তদের জন্য ৫৬৪ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন—সুদীপ
119