আগরতলা : রাজধানীতে চোর চক্রের ৮ সদস্য পুলিসের জালে। ধৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করে পূর্ব আগরতলা থানার পুলিস ।সামনেই উৎসব মরশুম। রাজধানীতে একের পর এক ঘটে চলেছে চুরির ঘটনা। চলতি মাসের ৬ তারিখ রাজধানীর জ্যাকশন গেট এলাকায় পুর নিগমের ওয়ার্ড অফিস থেকে চুরি যায় জলের মোটর, জেনারেটর, স্ট্যান্ড পাখা সহ বিভিন্ন জিনিস। পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের পর ওসির নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। পুলিস তদন্তে নেমে রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে সুনীল দেববর্মা নামে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালাতেই চুরির কথা স্বীকার করে। পরে এই চক্রের অন্যদের জালে তোলা হয়। উদ্ধার হয় চন্দ্রপুরে কালি মন্দির থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন সহ ওয়ার্ড অফিস থেকে চুরি হওয়া বিভিন্ন জিনিস। সদর মহকুমা পুলিস আধিকারিক দেব প্রসাদ রায় জানান, ধৃতরা অন্য চুরির ঘটনার সঙ্গেও জড়িত। পাশাপাশি তিনি জানান,দুর্গা পূজাকে সামনে রেখে আগরতলা শহরের নিরাপত্তা বৃদ্ধিতে নাকা পয়েন্ট বসানো হলো বেশ কয়েকটি।রাতে বেলা চলছে নজরদারি। মদ্যপ অবস্থায় রাতের বেলা যানবাহন চালানোয় আটক করা হচ্ছে। অভিযোগ রাতের বেলা একাংশ যুবকদের উৎপাতে অতিষ্ঠ শহরের লোকজন। এখন দেখার পুলিস পূজার আগে শহরে শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট হয় কিনা?
চুরি যাওয়া জিনিস হশ চোর চক্রের ৮ সদস্য আটক
282