আগরতলা : রাজধানীতে অবৈধ পার্কিং বন্ধে ট্রাফিকের তরফে প্রায়শই যানবাহন চালকদের সতর্ক করা হয়। কিন্তু এর পরেও শহরের বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে যানবাহন পার্কিং করে রাখে একাংশ যানবাহন চালক। ফলে মানুষের চলাচল করতে সমস্যায় পড়তে হয়। তাই দুর্গা পূজার প্রাক মুহূর্তে শহরে ফের অভিযান। বৃহস্পতিবার ট্রাফিক, পুর নিগম, পরিবহণ দপ্তর ও পুলিসের যৌথ উদ্যোগে চলে বিভিন্ন জায়গায় অভিযান। দুর্গা পূজাকে সামনে রেখে এইদিন পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত অভিযান চালানো হয়। এদিন অবৈধভাবে পার্কিং করা একাধিক বাইককে জরিমানা করা হয়। একটি গাড়িকে ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। একটি অটোতে নোটিস লাগিয়ে দেওয়া হয়। পরিবহন দপ্তরের এক আধিকারিক জানান দুর্গা পুজার আগে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে আগরতলা শহরে চলাফেরা করতে পারে তার জন্য অভিযান চলে। যান চালকদের একাধিকবার সতর্ক করা হয়েছে। তাই এদিন যারা যানবাহন অবৈধ ভাবে পার্কিং করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরণের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান এক পুলিস আধিকারিক।
অবৈধ পার্কিং বন্ধে শহরে অভিযান
155
previous post