আগরতলা : পরিবেশবান্ধব চাষের পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে ত্রিপুরা যে চমকপ্রদ সাফল্য দেখিয়েছে তা প্রশংসার দাবি রাখে। জৈব পদ্ধতিতে চাষের ক্ষেত্রে ত্রিপুরা দারুণ অগ্রগতি ঘটিয়েছে। সমাজ জীবনে ও ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব উপলদ্ধি করে প্রধানমন্ত্রী কৃষকদের অবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। সোমবার আগরতলা প্রেস ক্লাবে একটি পুস্তিকার আবরণ উন্মোচন করে একথা বললেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এদিন ত্রিপুরার মাটি উর্বরতা, পরীক্ষা, ফসল, চাষাবাস ও গবেষণা শীর্ষক পুস্তিকার আবরণ উন্মোচন হয় প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন রাজ্যপাল ছাড়াও আই সি এ আর রিসার্চ কমপ্লেক্সের প্রধান ডঃ বি ইউ চৌধুরী, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, কৃষকরা চাষের ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হন সেগুলি দূর করার জন্য সরকার প্রকল্প হাতে নিয়েছে। রাজ্যপাল এদিন আশা প্রকাশ করেন, ত্রিপুরার বিভিন্ন জায়গার মাটিতে কি কি ফসল বেশি করে উৎপাদন করা যায় এই বইটি পরে কৃষকরা ভালো ভাবে জানতে পারবেন।
জৈব পদ্ধতিতে চাষের ক্ষেত্রে ত্রিপুরা দারুণ অগ্রগতি ঘটিয়েছে-রাজ্যপাল
104
previous post