77
আগরতলা : দাবি আদায়ে শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন ও ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন। বুধবার সি আই টি ইউ অনুমোদিত দুই সংগঠনের তরফে এক প্রতিনিধি সাক্ষাৎ করেন অফিস লেন শ্রম কার্যালয়ে শ্রম কমিশনারের সঙ্গে। তুলে ধরেন কিছু দাবি সনদ। প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক নেতা কানু ঘোষ, জীবন চক্রবর্তী, নিরোদ সাহা সহ অন্যরা। তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে আসন্ন দুর্গা পুজার ১৫ দিন আগে এককালিন ২০ শতাংশ বোনাস দেওয়া, দ্রব্য মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শ্রমিকদের গ্র্যাচ্যুইটি ও পি এফের টাকা আইন অনুযায়ী দেওয়া, শ্রমিকদের বাস গৃহ নিয়মিত সংস্কার করা সহ বিভিন্ন দাবি। এখন দেখার শ্রম কমিশনার কি পদক্ষেপ নেয়?