আগরতলা : সারা দেশ ব্যাপী চলছে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান। ত্রিপুরায়ও জোর কদমে চলছে এই কর্মসূচী। বিজেপির ত্রিপুরার সদস্যতা অভিযানের ইনচার্জ হলেন পশ্চিমবাংলার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলিপ ঘোষ।ত্রিপুরা সফরে এলেন তিনি বুধবার। এদিন সকালের বিমানে তিনি রাজ্যে পৌঁছান। এমবিবি বিমানবন্দরে প্রাক্তন সাংসদ দিলিপ ঘোষকে স্বাগত জানান প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্য নেতৃত্ব। রাজ্য সফরে এসে সাংবাদিকদের প্রশ্নোত্তরে দিলিপ ঘোষ জানান দেশ জুড়ে বিজেপির সদস্যতা অভিযান চলছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলের বরিষ্ঠ নেতাদের ১০ টি করে জেলার সদস্যতা অভিযানের দায়িত্ব দিয়েছেন। ত্রিপুরা রাজ্যে প্রদেশ বিজেপির সাংগঠনিক ১০ টি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে উনাকে। তাই তিনি ত্রিপুরায় এসেছেন।এদিন পশ্চিম বাংলার আর জি করের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি দাবি জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের।ত্রিপুরা সফরে প্রাক্তন সাংসদ সদস্যতা অভিযানের বিভিন্ন বিষয়ে খোঁজ নেবেন।
ত্রিপুরা সফরে এলেন ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানের ইনচার্জ দিলিপ ঘোষ
84