আগরতলা : মাইকেল মধুসুদন দত্তের দ্বিশতজন্মবর্ষ উদযাপন করা হবে রাজ্যে। দুইদিনব্যাপী হবে অনুষ্ঠান। এবছর ভারতীয় সাহিত্যে আধুনিকতার পথিকৃৎ মাইকেল মধুসুদন দত্তের দ্বিশতজন্মবর্ষ। দ্বিশতজন্মবর্ষ উদযাপন উপলক্ষে রাজ্যের কবি, লেখক, শিল্পী, নাট্যজন, বুদ্ধিব্রতী ও শিক্ষাব্রতীদের সম্মিলিত উদ্যোগে২১ এবং ২২ সেপ্টেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বহুমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর দু-দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওড়িশা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ঋতেন চক্রবর্তী।এই দ্বিশত জন্মবর্ষ উদযাপন উপলক্ষে প্রকাশিত হবে একটি সমৃদ্ধ স্মরণিকা। উদ্বোধন শেষে অনুষ্ঠিত হবে সংগীত, আবৃত্তি, শ্রুতি নাটক প্রভৃতি অনুষ্ঠান।২২ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে দুটি গুরুত্বপূর্ণ অধিবেশন। প্রথম অধিবেশনের শীর্ষ ভাবনা: ঊনিশ শতকের বাংলা সাহিত্যে-স্বাদেশিকতা ও মাইকেল মধুসূদন দত্ত।দ্বিতীয় অধিবেশনের শীর্ষ ভাবনা: মধুসুদনের উত্তরপ্রজন্ম-আধুনিকতার অভিযাত্রায় বাংলা সাহিত্য।
মাইকেল মধুসুদন দত্তের দ্বিশতজন্মবর্ষ উদযাপন করা হবে রাজ্যে
119
previous post