আগরতলা : রাজধানীতে বাড়ছে চোরের উৎপাত। ক্রমাগত চুরির ঘটনা বাড়লেও পুলিসের তরফে এসব বন্ধে নেওয়া হচ্ছে না কোন কার্যকরী পদক্ষেপ। এমনই অভিযোগ আমজনতার। এবার প্রকাশ্য দিনের বেলা ফার্মেসী থেকে চুরি করতে গিয়ে ধরা পড়লো বহিঃরাজ্যের এক যুবক। স্থানীয়রা তাকে ধরে পুলিসে দিলেন। ঘটনা রাজধানীর কৃষ্ণনগর কদমতলী এলাকায়। অভিযোগ সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাচ্ছে। স্থানীয় একটি ফার্মেসীতেও বাড়ছে চুরির ঘটনা। ফার্মেসির কর্মীরা সিসি টিভি ক্যামেরায় এসব ঘটনা প্রত্যক্ষ করেন। বুধবার ফের বহিঃরাজ্যের যুবক জিনিস চুরি করে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। তাকে পরে পশ্চিম থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে ধৃতের বাড়ি উত্তর প্রদেশ। পুলিস একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। এভাবে চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।
ফার্মেসিতে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবকের ঠাই হল শ্রীঘরে
78