আগরতলা : সাংসদ রাজীব ভট্টাচার্য-র হাত ধরে উদ্বোধন হল এশিয়ান ১৬ এবং আন্ডার রেঙ্কিং জুনিয়র টেনিস টুর্নামেন্ট। রাজধানীর মালঞ্চ নিবাসস্থিত রাজ্য টেনিস কমপ্লেক্সে এর উদ্বোধন।। ত্রিপুরা টেনিস এসোসিয়েশানের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। রবিবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য।এছাড়াও উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা এস বি নাথ, টেনিস এসোসিয়েশনের কর্মকর্তা সহ অন্যান্যরা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন এই টুর্নামেন্টের মধ্যদিয়ে রাজ্যে একটা বার্তা যাবে। প্রতিযোগিতায় কয়েকটি দম অংশ নেয়। খেলা গুলি হবে স্টেট টেনিস কমপ্লেক্স ও বাধারঘাট দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে।
সাংসদ রাজীব ভট্টাচার্য-র হাত ধরে উদ্বোধন হল এশিয়ান ১৬ এবং আন্ডার রেঙ্কিং জুনিয়র টেনিস টুর্নামেন্ট
95