আগরতলা : যুবক অপহরণের ঘটনায় পুলিসের জালে তিন।অপহরণের কারণ নিয়ে ধোঁয়াশা। রাজধানীতে কি ভেঙে পড়ছে আইন- শৃঙ্খলা? ফের এই প্রশ্নের উঁকি দিল জনমনে। এবার রাজধানী থেকে এক যুবককে ফিল্মি কায়দায় অপহরণ করার অভিযোগ। ঘটনা শনিবার রাতে। জানা গেছে সুমিত দাস নামে এক যুবক বন্ধুদের সঙ্গে বসে আড্ডায় ব্যস্ত ছিল এডভাইজার চৌমুহনী এলাকায়। অভিযোগ তখনই বাইক ও একটি গাড়ি নিয়ে কিছু যুবক সুমিতকে অপহরণ করে। পরে হেরিটেজ পার্কের সামনে নিয়ে তাকে মারধর করে ফেলে যায় বলেও অভিযোগ। ঘটনা জানিয়ে পশ্চিম থানায় মামলা করা হয়। পুলিস ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে আবির চক্রবর্তী, বিশাল বিশ্বাস সহ তিনজনকে। আটক করা হয় অপহরণে ব্যবহৃত গাড়ি।রবিবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে। কি কারণে সুমিত দাস নামে যুবককে অপহরণ করা হয়েছে তা এখনও জানা যায়নি। পুলিস তদন্ত করছে পুরো ঘটনার।
যুবক অপহরণের ঘটনায় পুলিসের জালে তিন
99