আগরতলা : যুবতীর মৃত্যুর সুবিচার চেয়ে পশ্চিম জেলার পুলিস সুপারের দ্বারস্থ মৃতার পরিবার ও বাম নারী সংগঠনের প্রতিনিধিরা।সম্প্রতি রাজধানীর হাঁপানিয়া এলাকায় রহস্যজনক ভাবে মৃত্যু হয় রুপালী দেবনাথ নামে এক যুবতীর। ঘটনার পর মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় রুপালী দেবনাথকে হত্যা করা হয়েছে। অভিযোগ প্রথমে তাকে অপহরণ করা হয়েছে রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে। পরবর্তী সময় হাঁপানিয়া ভাড়া বাড়িতে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। অভিযোগ রুপম দাস নামে এক যুবক রূপালিকে হত্যা করেছে। এই নিয়ে মামলা দায়ের করা হয় থানায়। পুলিশ যথারীতি অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম জেলা কমিটি ও মৃতার মা-বাবা দেখা করেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে-র সাথে। নারী সমিতি পশ্চিম জেলা কমিটির সম্পাদিকা মিনতি বিশ্বাস জানান ধৃত অভিযুক্তকে সঠিক তদন্তক্রমে কঠোর শাস্তি প্রদানের জন্য জেলা পুলিস সুপারের কাছে দাবি জানানো হয়েছে। দেখার পুলিস কি পদক্ষেপ নেয়।
তদন্তক্রমে যুবতী মৃত্যুকাণ্ডে ধৃত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি
83
previous post