আগরতলা : ঘর নির্মাণ করতে গেলে যেমন ফাউন্ডেশন মজবুত করতে হয়, তেমনি শিশুদেরও প্রথম থেকে সঠিক ভাবে গড়ে তুলতে হয়। প্রধানমন্ত্রী নয়া জাতীয় শিক্ষা নীতি চালু করার পর শিশুদের প্রথম থেকে সঠিক ভাবে গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়।রাজ্য স্তরের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।ডাইরেক্টরেট অফ এলিমেণ্টারি এডুক্যাশনের উদ্যোগে বৃহস্পতিবার হয় রাজ্যস্তরের টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রতিযোগিতা ও প্রদর্শনী। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বুনিয়াদী শিক্ষা অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা।পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে নিপুন ত্রিপুরা মিশনের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে ২০০ জন ব্লক রিসোর্সপার্সনকে মূল প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী সময় তারা প্রায় ১০ হাজার ১৮২ জনের অধিক প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে প্রশিক্ষণ প্রদান করেছেন। নিপুন ত্রিপুরার নামে ওয়েব পোর্টাল চালু করা হয়েছে। তার অফিশিয়াল ফেসবুকও রয়েছে। তার সদস্য প্রায় ১১ হাজার। বর্তমানে যারা শিশু, আগামিদিনে তারা দেশের ভবিষ্যৎ।এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী।