আগরতলা : অগ্নিকাণ্ডে পুড়ে গেল তিনটি মিষ্টির দোকান। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দোকান মালিকদের সঙ্গে কথা বলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় ঘটে ঘটনাটি। বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায় একটি মিষ্টির দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। এক এক করে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় এক যুবক জানায় ক্ষতিগ্রস্ত মিষ্টির দোকানের পিছনে দোকানের কারিগররা রান্না করে গ্যাসের চুল্লিতে। এদিন গ্যাসের চুল্লিতে রান্না করার সময় আগুন দোকানে লেগে যায় এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় তিনটি দোকান।অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকার বিধায়ক দীপক মজুমদার ঘটনাস্থলে ছুটে যান। ঘুরে দেখেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি দোকান। কথা বলেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে। দীপক মজুমদার জানান সরকারি ভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে যতটা সম্ভব সাহায্য করা হবে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বর্ডার গোল চক্কর এলাকায় পুড়ে গেল তিনটি মিষ্টির দোকান
121