আগরতলা : রাজ্যে সরকারি- বেসরকারি ১৪ টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। তার মধ্যে ১২ টি সরকারি। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ব্লাড সেপারেশন সেন্টারও রয়েছে।রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য রাজ্য সরকার রক্ত সঞ্চালন পর্ষদ করেছে। রক্ত বেশিদিন মজুত রাখা যায় না। রবিবার রাজধানীতে এক রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রক্তের সংকট নিরসনে বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন শিবির করছে। এবার রবিবাসরীয় রক্তদান শিবির করলো রোটারি ক্লাব অফ আগরতলা সিটি, আরএসি আগরতলা সেন্ট্রাল ও আরএসি আগরতলা সিটি যৌথভাবে। রাজধানীর আনন্দময়ী কালিবাড়িতে রোটারি ক্লাবের ফ্রী ডক্টর ক্লিনিকে হয় এই রক্তদান শিবির।শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সংশ্লিষ্ট সংস্থা গুলির কর্মকর্তারা। শিবিরে এদিন বহু রক্তদাতা উৎসাহের সঙ্গে রক্তদান করেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রাজ্যে সরকারি- বেসরকারি ১৪ টি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। তার মধ্যে ১২ টি সরকারি। বর্তমানে ত্রিপুরা রাজ্যে ব্লাড সেপারেশন সেন্টারও রয়েছে।রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য রাজ্য সরকার রক্ত সঞ্চালন পর্ষদ করেছে। তিনি আরও বলেন, বিনামূল্যে একজন রোগীকে পরিষেবা প্রদান করলে যে আত্ম তৃপ্তি পাওয়া যায়, পয়সার বিনিময়ে পরিষেবা প্রদান করলে সেই আত্ম তৃপ্তি পাওয়া যায় না। মানুষের শরীরে রক্তের ঘাটতি দেখা দিলে সমস্যা হয়। এদিন রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিন সংস্থার রক্তদান শিবিরে সাড়া
49