আগরতলা : এম বি বি স্টেডিয়ামে মুম্বাই-ত্রিপুরার রঞ্জি ট্রফির ম্যাচ দেখতে গিয়ে চোখের জল ফেলে বাড়ি ফিরলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের ভূমিকায় ক্ষোভ জানালেন। এক দুটি নয়, রাজ্য দলের হয়ে ১৪ টি রঞ্জি ম্যাচ খেলেছেন। সেই প্রাক্তন ক্রিকেটার অপমানিত বোধ করলেন। ফিরে এলেন ম্যাচ না দেখেই। ঘটনায় হতবাক অন্য প্রাক্তন ক্রিকেটাররা। রাজ্যের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার প্রণব দেবনাথ। একসময় দাপিয়ে বেরিয়েছেন মাঠ। প্রাক্তন এই রঞ্জি ক্রিকেটার ত্রিপুরার হয়ে ১৪ টি রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। ১৯৯১ সাল থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। দীর্ঘ বছর এর সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্যের প্রাক্তন এই ক্রিকেটার মুম্বাই- ত্রিপুরার রঞ্জি ম্যাচ দেখতে শনিবার এম বি বি স্টেডিয়ামে যান। তিনি মেয়েকে নিয়ে ক্লাব হাউসে যান অন্যবারের মতো খেলা দেখতে। অভিযোগ উনাকে জানিয়ে দেওয়া হয় প্রাক্তন ক্রিকেটারদের জন্য ক্লাব হাউসের কোথাও জায়গা নেই। ওপেন গ্যালারিতে বসে খেলা দেখতে হবে। এতে যারপরনাই অপমানিত বোধ করেন প্রাক্তন রঞ্জি খেলোয়াড়। তিনি নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। প্রাক্তন এই ক্রিকেটার প্রণব বাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আগে যতবার খেলা দেখেছেন প্রাক্তন ক্রিকেটারদের জন্য জায়গা ছিল ক্লাব হাউসের একদিকে। কিন্তু এবার রাখা হয়নি। বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারেন নি। প্রণব বাবু জানান প্রাক্তন কয়েকজন খেলোয়াড়কে কাছে নিজের ক্ষোভের কথা বলেছেন।
চোখের জল ফেলে এম বি বি মাঠ থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন রঞ্জি ক্রিকেটার
61