আগরতলা : হর ঘর তিরঙ্গা কর্মসূচীকে সামনে রেখে জাতীয় পতাকা কিনলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সোমবার আগরতলা প্রধান ডাক ঘর থেকে জাতীয় পতাকা ক্রয় করেন। প্রদেশ বিজেপি সভাপতির সঙ্গে দলের রাজ্য নেতৃত্ব, বিভিন্ন মোর্চার কার্যকর্তারা পোস্ট অফিসে পতাকা বিক্রির কাউন্টার থেকে জাতীয় পতাকা কিনেন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে ২০২২ সালের মতো এবছরও সারা দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এই তিনটি প্রতিটি বাড়ি ঘর সহ সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানান, গত বছর প্রায় ৫ লাখ পরিবারে জাতীয় পতাকা তোলা হয়। বিভিন্ন ডাকঘরে পাওয়া যাবে জাতীয় পতাকা। প্রদেশ বিজেপি সভাপতি জানান, পোস্ট অফিস ছাড়াও স্ব- সহায়ক দলের বিভিন্ন জায়গায় জাতীয় পতাকা পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানেই হর ঘর তিরঙ্গা কর্মসূচী।১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত এই কর্মসূচী পালন করা হবে।
হর ঘর তিরঙ্গা কর্মসূচী সামনে রেখে জাতীয় পতাকা কিনলেন বিজেপি সভাপতি
137
previous post