Home First post সোনামুড়া মহকুমায় দুই সাংবাদিক আক্রমণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাল ইউনাইটেড প্রগ্রেসিভ

সোনামুড়া মহকুমায় দুই সাংবাদিক আক্রমণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাল ইউনাইটেড প্রগ্রেসিভ

by sokalsandhya
0 comments

আগরতলা : সোনামুড়া মহকুমায় দুই সাংবাদিক আক্রমণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাল ইউনাইটেড প্রগ্রেসিভ। বুধবার সন্ধ্যায় সংগঠনের এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় আইজি আইন-শৃঙ্খলার কাছে। পুলিস আধিকারিক আশ্বাস দিয়েছেন অভিযুক্তদের গ্রেপ্তারের। এবার সুশাসনের রাজ্যে সোনামুড়া মহকুমায় আক্রান্ত হয়েছে দুই সাংবাদিক। জানা যায় সোনামুড়া মহকুমার সাংবাদিক সঞ্জয় আচার্য ও প্রভাত ঘোষের উপর মঙ্গলবার হামলা চালায় দুষ্কৃতকারীরা।প্রাণনাশের হুমকি দেওয়া হয় দুই সাংবাদিককে। আক্রান্ত দুই সাংবাদিকের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে কলমচৌরা থানা ও মেলাঘর থানায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাজ্য পুলিশের আইজি আইন-শৃঙ্খলার দ্বারস্থ হয় ইউনাইটেড প্রগ্রেসিভের প্রতিনিধিরা। সংগঠনের পক্ষে এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে আইজি আইন-শৃঙ্খলার কাছে ডেপুটেশন দেয়। প্রতিনিধি দলে ছিলেন প্রনব সরকার, বিশ্বেন্দু ভট্টাচার্য, সৌরজিৎ পাল, রনজিৎ দেববর্মা, অনির্বাণ দে, বিশ্বজিৎ দে সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles