আগরতলা : ১৪ নভেম্বর রাজ্যের বিভিন্ন ব্লকে স্মারকলিপি দেবে তিপ্রা মথা। এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ফের কর্মীদের চাঙ্গা করতে ময়দানে নামছে তিপ্রা মথা। রবিবার দলের বৈঠক হয় আগরতলায়। এতে তিপ্রা মথার নির্বাচিত জন প্রতিনিধি, জেলা ব্লক সভাপতি, মহিলা ছাত্র-যুব সংগঠনের নেতৃত্ব সহ দলের অন্যান্য নেতৃত্ব অংশ নেন। বৈঠকের আলোচনার বিষয় পরে সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ।সঙ্গে ছিলেন এ ডি সির চেয়ারম্যান জগদিশ দেববর্মা। প্রদ্যোত কিশোর দেববর্মণ জানান, দুই দফা দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে রাজ্যের সব ব্লকে ডেপুটেশন দেওয়া হবে। শান্তিপূর্ণভাবে হবে এই আন্দোলন হবে ১৪ নভেম্বর।তাদের দাবির মধ্যে দ্রুত সংসদে সংবিধানের ১৫৩ সংশোধনী বাস্তবায়ন। পাশাপাশি সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিপ্রা মথার প্রধান বলেন, এ ডি সি ভিলেজ কমিটি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন তিপ্রা মথার দাবি কারো বিরুদ্ধে নয়। ভারত সরকারের সঙ্গে ফের দিল্লিতে বৈঠক হবে। তিনি আশা করেন ভারত সরকার দাবি পূরণে সাড়া দেবে।
১৪ নভেম্বর রাজ্যের বিভিন্ন ব্লকে স্মারকলিপি দেবে তিপ্রা মথা
89