আগরতলা : প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতি নিয়ে মহড়া। বৃহস্পতিবার হবে এই মহড়া।আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা মহড়া হবে বৃহস্পতিবার। রাজ্য পুলিশ, টিএসআর, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিস, এনডিআরএফ, সিআরপিএফ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ.কে বর্মা এই মহড়ায় অংশ গ্রহণ করবেন। বুধবার পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার। তিনি আরও জানান এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে যারা রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকে তাদের মধ্যে কেমন সমন্বয় রয়েছে তা খতিয়ে দেখা। বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে সর্বমোট দুই শতাধিক কর্মী এই মহড়ায় অংশগ্রহণ করবে।
মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা মহড়া বৃহস্পতিবার
59