5
আগরতলা : রাজধানীতে পথ দুর্ঘটনায় ফের প্রাণ গেল এক ব্যবসায়ীর। মৃত সবজি ব্যবসায়ীর নাম প্রণব কুমার সাহা। রাজধানীর বটতলা এলাকায় সবজি ব্যবসা করতে প্রণব সাহা। প্রতিদিনের মতো শনিবার সুভাষটিলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রণব বাবু। অভিযোগ পথে মর্ডান ক্লাবের সামনে একটি গাড়ি সজোরে উনাকে ধাক্কা দেয় বলে অভিযোগ এতে মাটিতে লুটিয়ে পড়েন ব্যবসায়ী। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল কর্মীদের খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ছুটে এসে প্রণব কুমার সাহাকে আই জি এম হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে স্থানীয় লোকজন ঘাতক গাড়িটি আটক করলেও পালিয়ে যায় চালক। ঘটনার খবর পেয়ে ছুটে যায় ব্যবসায়ী সহ পরিবারের লোকজন। কান্নাত ভেঙে পড়েন পরিজনেরা।