আগরতলা : রবিবার থেকে শুরু হবে সিপিএম সদর মহকুমা কমিটির দুইদিনের সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে সিপিএম বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। শনিবার আগরতলা শহরে হয় দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা। সিপিএম সদর মহকুমা কমিটির সম্মেলনকে সামনে রেখে দলের পূর্ব ও মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে হয় দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা। আগরতলা জেল আশ্রম রোডস্থিত সিপিএম পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, সিপিএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। দৌড় প্রতিযোগিতা শেষে আলোচনা করতে গিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন সিপিআইএম-এর সম্মেলন একটা সংগ্রাম। সিপিআইএম-এর পার্টি কংগ্রেস হবে আগামী বছরের ২ এপ্রিল থেকে ৬ এপ্রিল। এর আগে নিয়ম মাফিক শেষ হচ্ছে বিভিন্ন স্তরের সম্মেলন।
সিপিএম মহকুমা সম্মেলন উপলক্ষে রাজধানীতে দৌড় প্রতিযোগিতা
31