আগরতলা : পেশাগত সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হল রেঞ্জার এসোসিয়েশনের সম্মেলনে।রবিবার রাজধানীর গীতাঞ্জলি গেস্ট হাউসে রেঞ্জার এসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, আইএফএস আরকে শ্যামল, অল ইন্ডিয়া ফরেস্ট অফিসার্স ফেডারেশনের কোষাধ্যক্ষ সুন্দর সিন্ধু, ত্রিপুরা ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন ভৌমিক, সাধারণ সম্পাদক জগৎ বাহাদুর দেববর্মা সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন রেঞ্জাররা যেন তাদের দায়িত্ব ভালো ভাবে পালন করতে পারে, তার জন্য তাদেরকে উৎসাহ প্রদানের জন্য তিনি এইদিনের সম্মেলনে উপস্থিত হয়েছেন। বনজ সম্পদ রক্ষা করার জন্য রেঞ্জারদের যে দায়িত্ব সেই গুলি এদিনের সম্মেলনে তিনি তুলে ধরবেন। সম্মেলন থেকে গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচী।
বনজ সম্পদ রক্ষা করার ক্ষেত্রে রেঞ্জারদের বিরাট ভূমিকা রয়েছে—বনমন্ত্রী
146
previous post