আগরতলা : ফের দূরপাল্লার ট্রেন থেকে বিপুল নেশাসামগ্রী উদ্ধার। পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে গাঁজাও। রবিবার আগরতলার বাধারঘাট রেলস্টেশনে রানী কমলাবতী এক্সপ্রেস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ কফ সিরাপ। আরপিএফ এই নেশা জাতীয় কফ সিরাপের বোতল গুলি উদ্ধার করে। এদিন মোট ১ হাজার ৭৭৫ বোতল নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। একই সাথে ২৩ কেজি গাঁজা উদ্ধার করে আরপিএফ। আগরতলাস্থিত আরপিএফ অফিসের এসিস্ট্যান্ট কমান্ডেন্ট বি কে সিনহা জানান শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রানী কমলাবতি এক্সপ্রেসে করে বিপুল পরিমাণ কফ সিরাপ রাজ্যে নিয়ে আসা হচ্ছে। সেই সংবাদের উপর ভিত্তি করে ধর্মনগর স্টেশন থেকে শুরু হয় নজরদারি। রানী কমলাবতি এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে পৌঁছানোর পর তল্লাসি চালানো হয়। অভিযানে উদ্ধার হয় ১৭৭৫ বোতল নেশা জাতীয় কফ সিরাপ। যার বাজার মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা। কফ সিরাপ উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয় ২৩ কেজি গাঁজা। বহিঃরাজ্য থেকে কফ সিরাপ নিয়ে আসা হয়। এবং রাজ্য থেকে গাঁজা পাচার করা হয়। তবে গ্রেপ্তারের কোন খবর নেই। মামলা নিয়ে তদন্তে আর পি এফ।
ফের দূরপাল্লার ট্রেন থেকে বিপুল নেশাসামগ্রী উদ্ধার
71
previous post