আগরতলা : শহীদদের স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সিম্যানতে সুরক্ষার জন্য দিবারাত্রি কাজ করে থাকে বিএসএফ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবসে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।বিএসএফ-র ৬০ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে। রবিবার আগরতলার শালবাগানস্থিত বিএসএফ ক্যাম্পে হয় অনুষ্ঠান। রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে এদিন বিএসএফ-র ম্যাগাজিন “গজরাজ”ও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করার দিন। তাই মুখ্যমন্ত্রী এদিন বিএসএফ জওয়ানদের শুভেচ্ছা জানান। জওয়ানদের মধ্যে এদিন বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।
শহীদদের স্মরণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে—মুখ্যমন্ত্রী
29