আগরতলা : পুরনো রাজভবনে পাঁচতারা হোটেল খোলার সিদ্ধান্তের প্রতিবাদে ৪ ডিসেম্বর রাজধানীতে আন্দোলনে নামছে তিপ্রা ওমেন্স ফেডারেশন।পুরনো রাজভবন তাজ হোটেলকে দেওয়ার সিদ্ধান্ত সরকারি ভাবে এখনও হয়নি। অভিযোগ এর পরেও একে নিয়ে ময়দানে নেমেছে তিপ্রা মথা ও তাঁর শাখা সংগঠন। সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবার পথে নামতে চলেছে তিপ্রা ওমেন্স ফেডারেশন। রবিবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। তিপ্রা ওমেন্স ফেডারেশনের নেত্রিত্ব জানান, পুরনো রাজভবনে হোটেল খোলার বিষয়ে রাজ্য সরকার এখনও অনড়। তিনি বলেন, তারা চায় মহারাজাদের স্মৃতি গুলি যাতে বজায় থাকে। তারা মনে করেন মহারাজাদের স্মৃতি গুলি সংরক্ষণ করা সরকারের দায়িত্ব। নেত্রিত্ব সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গণ ধরনা সংগঠিত করবে বৌদ্ধ মন্দির থেকে সার্কিট হাউস সড়কে ৪ ডিসেম্বর। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠনের সদস্যারা অংশ নেবে। নেত্রিত্ব দাবি জানান সরকার যাতে বিষয়টি পুনঃবিবেচনা করে। সংগঠনের নেত্রিত্ব জানান এই হোটেল অন্যত্রও করা যেতে পারে। কিন্তু মহারাজাদের স্মৃতি নষ্ট হতে দেবেন না তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী মনিহার দেববর্মা,পশ্চিম জেলার সভানেত্রী গীতা দেববর্মা, বিধায়িকা স্বপ্না দেববর্মা, নন্দিতা দেববর্মা রিয়াং, এডিসির কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং সহ অন্যরা।
রাজাদের স্মৃতি নষ্ট করে হোটেল করা যাবে না বলে জানান টি ডব্লিউ এফ
25