আগরতলা : ১৩ দিন ব্যাপী সরস মেলা এবছর শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার এনিয়ে বৈঠক হয়। প্রতি বছরের মতো এবারো হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে হবে এই সরস মেলা। সরস মেলাকে সামনে রেখে বৃহস্পতিবার হয় প্রস্তুতি বৈঠক। পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার, এডিএম সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সরস মেলাকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে এদিন বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিধায়িকা মিনারানি সরকার জানান ১৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে হবে সরস মেলা। এই সরস মেলাকে সামনে রেখে এদিন প্রস্তুতি বৈঠক করা হয়েছে। মেলায় বিভিন্ন জায়গা থেকে স্ব- সহায়ক দলের তরফে উৎপাদিত সামগ্রী নিয়ে স্টল খুলে বসবেন সদস্যারা।
১৩ দিনব্যাপী সরস মেলা এবছর শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর
56