আগরতলা : শুক্রবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নয়া ফি স্ট্রাকচার ঘোষণা করে। যেখানে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি। ছাত্র স্বার্থ বিরোধী ফি স্ট্রাকচার বাতিলের দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নিকট ডেপুটেশান প্রদান এ.বি.ভি.পি-র। শুক্রবার অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরীর নিকট ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি জানানো হয় নয়া যে ফি স্ট্রাকচার ঘোষণা করা হয়েছে তা যেন পুনঃবিবেচনা করা হয়। পর্ষদ সভাপতির নিকট ডেপুটেশান প্রদান শেষে প্রতিনিধি দলের এক সদস্য জানান সম্প্রতি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি স্ট্রাকচার বৃদ্ধি করেছে। দেখা গেছে এক লাফে প্রায় দেড়শ শতাংশ ফি বৃদ্ধি করা হয়েছে। সমাজের সকল অংশের ছাত্র-ছাত্রিদের কথা মাথায় রেখে ফি স্ট্রাকচার বৃদ্ধি করা উচিত ছিল। পর্ষদের এই নয়া ফি স্ট্রাকচার নিয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তাই পর্ষদ সভাপতির নিকট দাবি জানানো হয়েছে নয়া ফি স্ট্রাকচার পুনঃবিবেচনা করার জন্য।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নয়া ফি স্ট্রাকচার পুনঃবিবেচনার দাবি জানাল এ.বি.ভি.পি
19