আগরতলা : মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি।রাজধানীর বনমালীপুরস্থিত শ্রী শ্রী মহনাম অঙ্গনের উদ্যোগে বৃহস্পতিবার বৈষ্ণবাচার্জ শ্রীমান মহানামব্রত ব্রম্মচারির ১২১ তম আবির্ভাব দিবস উপলক্ষে এলাকার বয়স্ক নাগরিকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। বস্ত্র দান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন শ্রী শ্রী মহনাম অঙ্গন সর্বদা সেবা মূলক কাজের মধ্যদিয়ে সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন করে থাকে। অসামাজিক চিন্তা ধারা দূর করে সামাজিক চিন্তা ধারা নিয়ে কাজ করাই হচ্ছে আসল ধর্ম। মুখ্যমন্ত্রী এইদিন শ্রী শ্রী মহনাম অঙ্গনের ভূয়সী প্রশংসা করেন। শীত বস্ত্র পেয়ে খুশি প্রবীণরা।
মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি
132
previous post