আগরতলা : ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পাশে এবার দাঁড়ালেন রাজ্যের এক বিশিষ্ঠ উদ্যোগপতি পীযুষ বণিক। তিনি তিরূপতি মোটরসের কর্নধার। টি এস জে সির প্রত্যেক সদস্যের জন্য তিনি জার্সি স্পন্সর করলেন। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে ছোট্ট পরিসরে হলে ও দারুণ এক আয়োজনের মধ্য দিয়ে পীযুষ বাবু জারসি গুলো তুলে দিলেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরজু চক্রবর্তীর হাতে।জার্সি গুলো তুলে দেবার পূর্বে পীযুষ বণিককে উত্তরীয় এবং স্মারক দিয়ে সংবর্ধিত করলেন সভাপতি সরজু চক্রবর্তী। মহতী এই উদ্যোগে সভাপতির সঙ্গে ছিলেন টি এস জে সির বরিষ্ঠ সাংবাদিক মণিময় রায়, সহ সভাপতি সুপ্রভাত দেবনাথ,সচিব অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। পীযুষ বনিক থেকে এই সহযোগিতা পেয়ে টি এস জে সির সভাপতি সহ সকলেই পীযুষ বাবুকে অভিনন্দন জ্ঞাপন করলেন।
ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের নতুন জার্সি প্রদান
41