আগরতলা : আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় রাজ্যের জেলা ও মহকুমা স্তরীয় আন্ত: প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বেশ উৎসাহ ও উদ্দীপনায় স্থানীয় ভোলাগিরি মাঠে বিগত বছরের মত এবারও আয়োজিত এই একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্টে আয়োজক আগরতলা প্রেসক্লাব ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ তেলিয়ামুড়া প্রেসক্লাব ক্রিকেট টিমকে ৪৬ রানের ব্যবধানে হারিয়ে আগরতলা প্রেসক্লাব চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আগরতলা প্রেসক্লাব টিম নির্ধারিত ১০ ওভারে পাঁচ উইকেটে ১১৮ রান সংগ্রহ করলে, জবাবে তেলিয়ামুড়া প্রেসক্লাব টিম আট উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করতেই সীমিত দশ ওভার ফুরিয়ে যায়। বিজিত তেলিয়ামুড়া প্রেসক্লাব টিম পেয়েছে রানার্সআপ খেতাব। সেরা ব্যাটসম্যান হিসেবে আগরতলা প্রেস ক্লাব টিমের সুব্রত দেবনাথ, সেরা বোলার দিব্যেন্দু দে, সেরা ফিল্ডার অঞ্জন দেব, প্লেয়ার অব দ্যা ফাইনাল ম্যাচ প্রণব শীল এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে তেলিয়ামুড়া প্রেসক্লাব টিমের সঞ্জিত দাস।
আন্ত: প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টে জয়ী আগরতলা প্রেস ক্লাব টিম
152
previous post