আগরতলা : যে সকল এসসি, এসটি সম্প্রদায় ভুক্ত মহিলা উদ্যোগপতি হতে চায় তাদের জন্য ২ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে বাজেটে। চর্ম শিল্পের উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে ২২ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এআই প্রযুক্তির প্রচার প্রসারের লক্ষ্যে একটি প্রতিষ্ঠান স্থাপন করা হবে। ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। বুধবার তিনি ত্রিপুরা এসেছেন। এদিন সকালে কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা সফরে আসেন। প্রথমে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদে পেশ হওয়া বাজেট নিয়ে কথা বলেন।সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা।কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে যে বাজেট পেশ করেছেন, এই বাজেট ভারতকে আত্মনির্ভর ভারতে পরিণত করবে। তিনি বলেন যেখানে ৫০০ কোটি টাকা ব্যয় করা হবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। তিনি আরও বলেন বিগত ৮ থেকে ১০ বছরে উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন হয়েছে তার উদাহরণ ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্যের রেলপথ, সড়ক পথ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন দেশের সকল অংশের মানুষের উন্নয়নের জন্য নীতি ঘোষণা করা হয়েছে এই বাজেটে। বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর ছাড় দেওয়া হয়েছে। এতে ৫ কোটি ৬৫ লক্ষ মানুষের উপকার হবে।
চর্ম শিল্পের উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে—কেন্দ্রীয় মন্ত্রী
35