আগরতলা : ৫ দফা দাবিতে শ্রম ভবনে ডেপুটেশন দিল ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। সংগঠনের নেতৃত্বের অভিযোগ বিভিন্ন এলাকায় ইটভাটা শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করছে মালিকরা।এসবের সুরাহা চেয়ে বৃহস্পতিবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল দেখা করেন অতিরিক্ত শ্রম কমিশনারের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক নেতা তপন দাস, প্রদীপ দে, তপন ভট্টাচার্য সহ অন্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে বক্সনগর পুতিয়া এস এইচ বি আই ইটভাটা শ্রমিকদের শ্রমের ন্যায্য মজুরি দেওয়া এবং শ্রমিকদের আক্রমণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ধর্মনগরের মঙ্গলখালি এলাকায় ইটভাটা শ্রমিকের শিশুর মৃত্যুর ঘটনার তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাজ্যের বিভিন্ন স্থানে কিছু কিছু ইটভাটা শ্রমিকদের শোষণ, অমানবিক কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ৫ দফা দাবি সনদ এদিন পেশ করা হয়।
বিভিন্ন ইটভাটা শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণের প্রতিবাদ
24