আগরতলা : পুর নিগম এলাকায় মশার ব্যাপক উৎপাত। বিভিন্ন জায়গায় সমস্যা পানীয় জলের। দুর্বল জল নিকাশি ব্যবস্থা। এসবের প্রতিবাদ জানিয়ে অভিনব পন্থায় রাজধানীতে বিক্ষোভ মিছিল সদর জেলা কংগ্রেসের। শহরে মিছিল শেষে পুর নিগমে ডেপুটেশন দেয় তারা। মশার উপদ্রব নির্মূল, বিরুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, নিয়মিত আবর্জনা পরিষ্কার করা, জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতি করা, বছরে ২০০ দিন টুয়েপের কাজ ও মজুরি বৃদ্ধির দাবিতে এরাজধানীতে বিক্ষোভ মিছিল করে সদর জেলা কংগ্রেস। রীতিমতো অভিনব কায়দায় এদিন বিক্ষোভ মিছিল করা হয়। কংগ্রেস কর্মী সমর্থকরা মশারি ও মশার কয়েল হাতে নিয়ে এইদিনের বিক্ষোভ মিছিলে সামিল হন। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন সদর জেলা কংগ্রেসের সভাপতি, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ অন্যান্যরা। সদর জেলা কংগ্রেসের সভাপতি জানান আগরতলা শহরের মানুষের সমস্যা দূর করার জন্য এইদিন আগরতলা পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশান প্রদান করা হয়েছে। এদিনের কর্মসূচীতে প্রচুর কংগ্রেস কর্মী- সমর্থক অংশ নেয়।
একাধিক দাবিতে রাজধানীতে কংগ্রেসের অভিনব মিছিল
24