121
আগরতলা : নেশার বিরুদ্ধে সরকারের সঙ্গে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানালেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা তখনই সম্ভব হবে মানুষ যখন সরকারের পাশে এসে দাঁড়াবে। নাহলে তা সম্ভব হবে না। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস” পালন করা হয় মঙ্গলবার। এদিউন আগরতলা আগরতলা টাউন হলে হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অংশ নেয়। এছাড়াও ছিল বিভিন্ন স্তরের লোকজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব, পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মাসহ অন্যান্যরা।