আগরতলা : রাজ্যে ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর জিরানিয়া মহকুমায় সবচেয়ে বেশী আক্রমণ নামিয়ে আনা হয়েছে। অভিযোগ বিরোধীদের উপর ক্রমাগত আক্রমণ সংঘটিত করা হয়েছে। এমনকি সাড়ে সাত বছর ধরে চলছে এই আক্রমণ। বিরোধীরা ঠিক ভাবে জিরানিয়া মহকুমায় রাজনৈতিক কর্মসূচী সংগঠিত করতে পারছে না। অভিযোগ বাঁধ দেওয়া হচ্ছে। সমস্ত ঘটনা পুলিস প্রশাসনকে জানানো হলেও আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এতে পুলিসের ভূমিকায় ক্ষুব্ধ বিরোধীরা। বিশেষ করে সিপিএম। এই অবস্থায় দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনে নামলো সিপিএম জিরানিয়া মহকুমা কমিটি। মঙ্গলবার তারা পুলিস সদরের সামনে আন্দোলনে শামিল হয়। উপস্থিত ছিলেন সিপিএম নেতা রাধাচরণ দেববর্মা, রমা দাস, মানিক দে, মধু সূদন দাস, তপন দাস সহ অন্যরা। সেখানে সিপিএম কর্মীরা তুমুল বিক্ষোভ দেখায়। বিক্ষোভ থেকে দাবি জানানো হয় ব্যবস্থা গ্রহণের।